সাভারে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৭

সাভারে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৭

সাভারের খাগানে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী ও লেগুনা শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত থেমে থেমে এলাকাবাসী ও লেগুনা শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের এ সংঘর্ষ হয়।

প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ড্যাফোডিল ইউনিভার্সিটির পাবলিক রিলেশনশিপ অফিসার কাজল বলেন, আমাদের দুই শিক্ষার্থীকে একটি লেগুনা চাপা দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা উত্তেজিত হলে পরিস্থিতি অস্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা এসব তথ্য নিশ্চিত করে জানান, সাভারের খাগানের ড্যাফোডিল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী মোটরসাইকেলে বি-বাংলা মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় বি-বাংলা মোড় এলাকায় একটি লেগুনা তাদের ধাক্কা দেয়।

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী চারাবাগ মোড়ে অবস্থান নেয়। সেখানে লেগুনা শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে বাক বিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা সংঘটিত হয়ে দুই পাশের বেশ কিছু দোকান ভাঙচুর করেছে। আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।