কামড় খাওয়ার পর সাপ নিয়ে হাসপাতালে সৈকত

বান্দরবান সাপে কাটার পর এক যুবক জীবিত সাপসহ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক কাউছার সুলাতানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার কবির আহম্মদের ছেলে সৈকত আলী (৩৪)।
আহতের ভাগিনা মো. জিন্নাত আলী জানান, মামা সৈকত বৃহস্পতিবার সকালে শ্রমিকের কাজ করতে যান পার্শ্ববর্তী জেলায়। পরে সেখানে বাঁশের বোঝা (আটি) কাঁধে নিলে একটি সাপ তার গলার পেছনে কামড় দেয়। এ সময় কামড় দেওয়া সাপটি ধরেন মামা। পরে সকাল সাড়ে ১০টার দিকে সাপসহ বান্দরবান হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডা. কাউছার সুলাতানা জানান, বৃহস্পতিবার সকালে সাপ নিয়ে সৈকত হাসপাতালে আসেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপটি বিষাক্ত নয়।