সংবাদ প্রকাশের পর অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দিলেন এ্যাসিল্যান্ড
মো. জাফরুল হাসান, কালকিনি প্রতিনিধি // ‘কালকিনিতে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ শিরোনামে বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় এবং অনলাইন পোর্টালে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে উপজেলা প্রসাসনের। আজ রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার নির্দেশক্রমে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ কায়েসুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাদের সহযোগীতায় উপজেলার ফাসিয়াতলা বাজারে নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছেন।
এতে করে স্থানীয় সচেতন মহল প্রশাসন ও সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য নিয়ম নীতিকে তোয়াক্কা না করে মো. হেলাল ফকির নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস জমি দখল করে উপজেলার ফাসিয়াতলা বাজারে একটি বহুতল দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন।
উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ কায়েসুর রহমান বলেন, ‘সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের সংবাদ পেয়ে অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
তবে দখলদার তার স্থাপনা সেচ্ছায় সরিয়ে নিবেন। এবং সে পুনরায় আইন বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।