আগৈলঝাড়ায় ৬ শতাধিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

আগৈলঝাড়ায় ৬ শতাধিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৬৫০জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এ উপকরণ বিতরণ করেন।

২০২৩-২০২৪ মৌসুমের কৃষি পুর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ধান, পাট বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু, মাহাবুবা নারগিস নীলা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস, সুভাষ চন্দ্র মন্ডল এবং ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ প্রমুখ।

পরে ৬৫০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়াও ১শত জন কৃষকদের মাঝে উন্নত জাতের পাট বীজ বিতরণ করা হয়েছে।’