গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় চিকিৎসক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থল ডাকঘরের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ইকরা নামের একজন ডাক্তার নিহত হয়েছেন। আজ সকালে সকাল সোয়া ৭টা দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয় রাস্তার পূর্ব পাশে গাড়িটি পরে যায় ।
গৌরনদী ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, ওই প্রাইভেট কারটি ভাড়ায় চালিত উভার গাড়ি। নিহত । তিনি ঢাকা থেকে বরিশাল আসার পথে পথি মধ্যে সড়ক দূর্ঘটনায় নিহত হন। আহত উভার গাড়ির ড্রাইভারের নাম নাহিদ তিনি ঢাকায় ডেমরা থাকেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ গোলাম রোসুল মোল্লা জানান নিহত ডাক্তারের এখনও পরিচয় পাওয়া যায়নি।