সংখ্যালগু নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিলেন-আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)
পূজা মন্ডপ পরিদর্শনে এসে বিএনপি’র শাষনামলে সংখ্যালগু নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মন্ত্রী পদমর্যাদায় থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ।
সোমবার রাতে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার দূর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনকালে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেন, ২০০১ সালের নির্বাচন পরবর্তীতে বিএনপি গৌরনদী-আগৈলঝাড়ার সংখ্যালগু সম্প্রদায়ের ওপর ব্যাপক অমানবিক অত্যাচার-নির্যাতন চালিয়ে ছিলো। যে কারনে আপনাদের মনে আতংক থাকতে পারে। সে কথা বিবেচনা করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটা পূজা মন্ডপে স্বাচ্ছন্দ্যে পূজা উৎসব পালনের জন্য শৃংখলা কমিটি গঠন করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান, ইউএনও আবু আবদুল্লাহ খান, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ অন্যান্যরা। একইদিন তিনি উপজেলার সরিকল, বাটাজোর সহ একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন।