১৫ আগস্ট উদযাপন উপলক্ষে নলছিটিতে প্রস্তুতি সভা

এম কে কামরুল ইসলাম, নলছিটি (ঝালকাঠি) : নলছিটিতে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট সকাল ১১টায় উপজেলার পরিষদের সভা কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করতে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী অফিসার জান্নাত আরা নাহিদ। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে আলোচনায় অংশ নেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান,সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়,ইন্সপেক্টর (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী,বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী (দুলাল), বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন, যুব উন্নয়ন অফিসার মোহম্মদ মাহমুদ আলম জোমদ্দার,প্রকল্প বাস্তবায়ন অফিসার বিজনকৃষ্ণ খরাতি, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল বাশার তালুকদার, আওয়ামী লীগ'র দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার, মোল্লারহাট নমস্কার চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস,সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফ্ফার খান, দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ সোহরাব হোসেন বাবুল মৃধা, ,মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার, পুরাণ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন চৌধুরী সাংবাদিক আমির হোসেন প্রমুখ।