২০৩৭ সালের আগে ‘ব্লু সুপারমুন’ আর দেখা যাবে না

২০৩৭ সালের আগে ‘ব্লু সুপারমুন’ আর দেখা যাবে না

মহাজাগতিক ও বিরল সৌন্দর্য্যের সাক্ষী হলো বিশ্ববাসী। বুধবার (৩০ আগস্ট) বিভিন্ন দেশ থেকে দেখা গেছে ‘ব্লু সুপারমুন’। ২০৩৭ সালের আগে এ দৃশ্য আর দেখা যাবে না।

চাঁদ যখন কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, সেসময় হয় সুপার মুন। সাধারণ পূর্ণিমার তুলনায় চাঁদকে সেসময় ১৪ গুণ বড় এবং ৩০ গুণ বেশি উজ্জ্বল দেখা যায়।

আগস্টের প্রথমেই ছিলো এমন পূর্ণচন্দ্র। কিন্তু বুধবার রাতের ঘটনা ছিল ভিন্ন। পৃথিবী থেকে একমাত্র উপগ্রহের দূরত্ব ছিলো মাত্র ৩ লাখ ৫৭ হাজার ৩৪৪ কিলোমিটার। সে কারণেই এটি ছিলো ‘ব্লু মুন’। অর্থাৎ চাঁদকে দেখা গেছে সবচেয়ে বড়। যা মহাজাগতিক ক্যালেন্ডার অনুসারে প্রতি ১০ বা ২০ বছরে একবার হয়ে থাকে। অবশ্য নামেই শুধু নীলাভ চন্দ্র। আদতে চাঁদের রং নীল হয় না।