যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী হলেন অলিভার ডওডেন
যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অলিভার ডওডেন।
শুক্রবার (২১ এপ্রিল) তিনি এ পদে ডমিনিক রাবের স্থলাভিষিক্ত হন। নিপীড়নের অভিযোগ মাথায় নিয়ে ডমিনিক রাব পদত্যাগ করায় এ পদে বসলেন অলিভার।
প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারে কেবিনেট অফিস মিনিস্টার পদে দায়িত্ব পালন করছিলেন অলিভার। এর আগে তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছিলেন। গত জুনে দুটি উপনির্বাচনে পরাজয়ের পর এই পদ ছেড়ে দিয়েছিলেন অলিভার।
যুক্তরাজ্যের নতুন বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আইনপ্রনেতা অ্যালেক্স চাক। এত দিন এই পদও সামলাচ্ছিলেন ডমিনিক রাব।
ডমিনিক রাবের বিরুদ্ধে ওঠা নিপীড়নের অভিযোগের তদন্ত চলছে। গতকাল পদ ছাড়ার পর তিনি বলেন, তাঁর বিরুদ্ধে যে তদন্ত চলছে, তার ফলাফল মেনে নেয়া কর্তব্য। উপপ্রধানমন্ত্রীর পদ ছাড়লেও তিনি সরকারকে সমর্থন করে যাবেন।
যদিও ডমিনিক রাব তার বিরুদ্ধে তদন্তে উঠে আসা অধিকাংশ বিষয় প্রত্যাখ্যান করেন। তবে তিনি দুটি বিষয়ে অভিযোগ স্বীকার করেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
                        

                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
