হিজলায় ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

হিজলায় ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বরিশালের হিজলা উপজেলায় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার, এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ভোটারের নাগরিক অধিকার তার ভোটাধিকার। এ অধিকার রক্ষায় কমিশনের দিক থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অব্যাহত থাকবে।

উক্ত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন, আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আহসানুল হাবিব আল আজাদ জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রণব দত্ত, প্রাথমিক শিক্ষা অফিসার মো. খালিদ সাইফুল্লাহ জাবেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন আফসার উদ্দিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান আহমেদ, কাউরিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি ডা. অশোক কুমার চ্যাটার্জী, বি সি ডি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আলী, হিজলা প্রেসক্লাব এর যুগ্ন আহবায়ক নুর নবী, মামুন তালুকদার, সদস্য সচিব মো. মোস্তফা কামাল সাদ্দামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।