বরিশালে তালাকপ্রাপ্ত স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

বরিশালে তালাকপ্রাপ্ত স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

বন্ধুর মাধ্যমে তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে চারদিন আটকে রেখে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামী ও তার বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন নির্যাতিতা (তালাকপ্রাপ্ত) স্ত্রী। বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানার ওসিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। 

সোমবার সকালে আদালত সূত্রে জানা গেছে, রবিবার শেষ কার্যদিবসে দায়ের করা মামলার আসামিরা হলো-তালাকপ্রাপ্ত স্বামী বাকেরগঞ্জ উপজেলার চরলক্ষীবর্ধন গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে মোফাজ্জেল হোসেন মোল্লা ও তার বন্ধু একই গ্রামের চারু মোল্লার ছেলে রুবেল মোল্লা।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, গত ২১ জানুয়ারি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বরে উপস্থিতিতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। গত ২৫ ফেব্রুয়ারি তালাকপ্রাপ্ত স্বামী মোফাজ্জেল হোসেনের বন্ধু রুবেল  মোল্লা তাকে (বাদি) ফোনে সন্তানের ভবিষ্যতের জন্য আবারো বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি হয়ে তিনি (বাদি) ফিরে আসেন। পুনরায় বিয়ে না করে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে তাকে রেখে পালিয়ে যায় মোফাজ্জেল।