গৌরনদীতে ভাংগারী দোকানে চুরি

বরিশালের গৌরনদীর বেজগাতী নামক স্থানে ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি ভাংগারী দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে ভাংগারীর দোকান থেকে একটি গ্রেন্ডিং মেশিন, এক বক্স ব্লেড ও নগদ অর্থ ৫৮ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর।
বুধবার ( ২৯ শে মার্চ) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়।
ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিক মামুন সিকদার বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি দোকাদের উপরের টিন কাটা। এতে একটি গ্রেন্ডিং মেশিন, এক বক্স ব্লেড ও নগদ অর্থ ৫৮ হাজার টাকাসহ প্রায় ৬৮ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। সিসিটিভির ফুটেজ এর মাধ্যমে চোর সনাক্ত করা হয়েছে। এবিষয়ে থানায় কোন মামলা দায়ের করা হয়নি। বিষয়টি স্থানিয়দের যানানো হয়েছে তারা চুরির ঘটনার বিষয়টি মিমাংসা করায়ে দেওয়ার কথা বলেছেন।