সাইক্লোন গ্যাব্রিয়েলের তাণ্ডবে নিউজিল্যান্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১

সাইক্লোন গ্যাব্রিয়েলের তাণ্ডবে নিউজিল্যান্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১

প্রলয়ংকারী সাইক্লোন গ্যাব্রিয়েলের তাণ্ডবে নিউজিল্যান্ডে প্রাণহানির বেড়ে দাড়ালো ১১ জনে। রোববার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি। কারণ প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের তথ্য অনুসারে, এখনো নিখোঁজ সাড়ে ছয় হাজার মানুষ। তাদের সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। গৃহহীন রয়েছে ১০ হাজারের বেশি বাসিন্দা। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তারা ঠাঁই নিয়েছেন।

বিদ্যুতহীন কমপক্ষে ২৮ হাজার ঘড়বাড়ি-স্থাপনা। যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ ও পণ্য সামগ্রী। দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করছে নানা আন্তর্জাতিক সংস্থা। সম্প্রতি ক্ষতিগ্রস্ত অঞ্চলে বেড়েছে লুটপাট। আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী।