ইউক্রেনীয় হামলার জবাব দিতে নিপ্রো শহরের আবাসিক ভবনে মিসাইল ছুড়লো রাশিয়া

ইউক্রেনীয় হামলার জবাব দিতে নিপ্রো শহরের আবাসিক ভবনে মিসাইল ছুড়লো রাশিয়া

রোস্তভে ইউক্রেনীয় হামলার জবাব দিতে পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে দুটি আবাসিক ভবনে মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার (২৮ জুলাই) এ হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। খবর বিবিসির।

এদিন মিসাইলের আঘাতে পুরোপুরি ধ্বংস্তূপে পরিণত হয় ভবন দুটি। তবে দুটি ভবনই খালি থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

রুশ হামলার পর পুরো অবকাঠামোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। এতে ভেতরে আটকা পড়ে শিশুসহ বেশ কয়েকজন। এ সময় দ্রুত অভিযান চালিয়ে আটকে পড়াদের বের করে আনে ফায়ার সার্ভিস। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আবাসিক ভবনের এ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।