রাশিয়ায় মার্কিন সাংবাদিক গ্রেপ্তার

ওয়াল স্ট্রিট জার্নালের এক মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করেছে রাশিয়া। গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। মার্কিন এই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ। তিনি একজন রাশিয়ান রিপোর্টার। আটকের সময় তিনি ইয়েকাতেরিনবার্গে কর্মরত ছিলেন। খবর বিবিসি।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায় তারা ইভানের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেছে। এফএসবি দাবি করে, তারা অবৈধ কার্যকলাপ বন্ধ করেছে , প্রতিবেদক মার্কিন নির্দেশে কাজ করছিল এবং রাষ্ট্রীয় গোপনীয়তা সংগ্রহ করছিল। গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে ইভানের ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেওয়ার আগে ৩১ বছর বয়সী ইভান বার্তা সংস্থা এএফপির মস্কো প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার আগে তিনি মস্কো টাইমসের সাংবাদিক ছিলেন। তার মা বাবা যুক্তরাষ্ট্রে থাকেন। তবে তারা মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন।