আরও মারাত্মক আকার ধারণ করেছে গ্রিসের দাবানল

আরও মারাত্মক আকার ধারণ করেছে গ্রিসের দাবানল

আরও ভয়াবহ হয়ে উঠেছে গ্রিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রোডস আইল্যান্ডের দাবানল। বিপজ্জনক আকারে আগুন ছড়িয়ে পড়ায় দ্বীপটি থেকে সরিয়ে নেয়া হয়েছে ১৯ হাজার মানুষকে। আরও ১১ হাজার মানুষকে সরিয়ে নিতে চলছে উদ্ধার তৎপরতা। খবর সিএনএন এর।

সংশ্লিষ্টরা জানিয়েছে, দ্বীপটিতে ঘণ্টায় ৩০ মাইল গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে আরও নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে আগুন। এরই মধ্যে অঞ্চলটিতে জারি হয়েছে রেড অ্যালার্ট। কঠিন ও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফায়ার সার্ভিস কর্মীদের কাজ। ১৮টি এয়ারক্রাফট ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিসের আড়াই শতাধিক সদস্য আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ভয়াবহ এ বিপর্যয়ে গ্রিসের সহায়তায় এগিয়ে গিয়েছে ক্রোয়েশিয়া, ফ্রান্স, স্লোভাকিয়া ও তুরস্ক। নিরাপত্তার কারণে দ্বীপের বিশাল একটি অংশে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সংযোগ। দেশটির আরও কয়েকটি অঞ্চলেও জ্বলছে দাবানল। পেলোপোনিজে পুড়ে গেছে ইউনেস্কোর সুরক্ষিত এলাকা জিওপার্কের বিশাল এলাকা। চলমান দাবানলের জেরে রোববার ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় দেশটির মধ্যাঞ্চলের তাপমাত্রা।