বর্তমান সরকার নারী বান্ধব সরকার : শ ম রেজাউল করিম

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা ও নৌকার বিকল্প নেই। নৌকা কেবল আওয়ামী লীগেরই নয়। এ নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। এ নৌকাই আজ দেশকে উন্নয়নের মহাসড়কে ধাবিত করেছে।
আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনলে দেশে পদ্মা সেতু, মেট্রোরেল,কর্ণফুলী টানেল, পিরোজপুরে বিশ্ববিদ্যালয়, পায়রা সমুদ্র বন্দরের মত উন্নয়ন অব্যহত থাকবে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার বর্তমান সরকার নারী বান্ধব সরকার। তিনি পুরুষের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নারীদের প্রতিষ্ঠিত করে চলছেন। এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সাথে থাকতে হবে, শেখ হাসিনার সাথে থাকতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নারীদের মানব সম্পদে পরিনত হতে হবে। সুতরাং তোমাদেরকে ভাল ভাবে লেখা পড়া করে উপযুক্ত শিক্ষিত জনগোষ্ঠিতে পরিনত হতে হবে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে নিজকে প্রতিষ্ঠিত করার বিকল্প নেই।
তিনি বৃহস্পতিবার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল রজ্জব আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, স্বরূপকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সামসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ দাস প্রমুখ।