বরিশালে কন্যা সন্তান জন্ম প্রসবের পরই শ্বাসরোধ করে হত্যা করলো মা!

বরিশালে কন্যা সন্তান জন্ম প্রসবের পরই শ্বাসরোধ করে হত্যা করলো মা!

বরিশালের আগৈলঝাড়ায় কন্যা সন্তান জন্ম হওয়ায় মা নিজেই ওই নবজাতককে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে থানায় মামলা দায়েরের পর ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে তার আচরণ দেখে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

আজ বৃহস্পতিবার দুপুরে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং অভিযুক্ত নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ দিন ভোরে হত্যাকাণ্ডটি ঘটে। পরে সকালে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁর স্বামী।

অভিযুক্ত নারীর নাম রুমা খানম (২৪)। তিনি উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্রামের মিলন বখতিয়ারের (৩০) স্ত্রী।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইসলাম বলেন, ‘ডেলিভারিতে তার কোনো সমস্যা আমরা পাইনি। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তবে তাঁর এমন আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে। তাই তাঁকে বরিশালে কোনো মানসিক চিকিৎসককে দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

অভিযুক্ত রুমা খানম বলেন, ‘আমি নিজেই আমার বাচ্চাকে মেরে ফেলছি। আমার সেন্স ছিল না। এইটা কীভাবে হইছে বলতে পারি না। কিছুই বুঝতে পারি নাই। তা ছাড়া একটা মানুষ কেউ ইচ্ছা করে তার বাচ্চা মারে না!’

অভিযুক্ত রুমা খানমের স্বামী মিলন বখতিয়ার একজন দিনমজুর। মিলন বখতিয়ার আজকের পত্রিকাকে জানান, ৭ বছর আগে তিনি ও রুমা খানম নিজেরাই ভালোবেসে বিয়ে করেন। পরে পরিবার মেনে নিলে তাঁদের দাম্পত্য জীবনে দুটি মেয়ে সন্তানের জন্ম হয়। রুমা খানম তৃতীয়বারের মতো মেয়ে সন্তানের জন্ম দেন। রুমা তৃতীয়বারের মতো মেয়েসন্তান জন্ম হওয়ায় এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, ‘উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্রামের মিলন বখতিয়ার ও রুমা খানমের বিয়ের পর তাঁদের পরিবারে পাঁচ ও দেড় বছর বয়সী দুটি মেয়েসন্তান জন্ম নেয়।

বৃহস্পতিবার ভোর রাতে রুমা খানম পুনরায় তৃতীয় মেয়ে সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের দুই ঘণ্টা পর ওই শিশুটির গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন তিনি নিজেই। এ সময় প্রতিবেশী তাঁর সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দেখতে গেলে শিশুটিকে অচেতন অবস্থায় দেখে মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়।’

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রুমা খানম নিজেই তাঁর সন্তানকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।’