পতিতাবৃত্তির নেপথ্যে বাউফলের ইউপি চেয়ারম্যানের বোন
সিনিয়র স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর বাউফলে পতিতাবৃত্তির অভিযোগে ৩ নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বিউটি বেগম (৩৮), মারিয়া (২৫), গোলাপী (২০) ও জুয়েল ঢালী (২৫)। এদের মধ্যে বিউটি বেগম বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহসীন এর বোন। অবশ্য ওই বোনের সঙ্গে দীর্ঘদিন থেকে কোনো সম্পর্ক নেই বলে দাবী করেন ইউপি চেয়ারম্যান এসএম মহসীন। আটক অন্যান্যদের মধ্যে মারিয়া ও গোলাপী পটুয়াখালীর সদর উপজেলার আদালতপাড়া এলাকার বেল্লাল মৃধার মেয়ে এবং জুয়েল ঢালী মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার ইউনুচ ঢালীর ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাউফল সরকারি কলেজ এলাকার রমিজ উদ্দিন সড়কের সিদ্দিকুর রহমানের বাসা থেকে তাদেরকে আটক করে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থাণীয় কয়েক প্রভাবশালীর ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে সিদ্দিকুর রহমানের বাসা ভাড়া নিয়ে বিভিন্ন এলাকা থেকে তরুনীদের এনে পতিতাবৃত্তি করছিলেন বিউটি বেগম। এ খবর পেয়ে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে শুক্রবার ওই বাসায় অভিযান চালায় পুলিশের একটি টিম। এসময় বাসার ভেতর থেকে ওই ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা অসামাজিক কাজে লিপ্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শনিবার আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পটুয়াখালী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।