ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস র্যালী ও আলোচনা সভা

ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস র্যালী ও আলোচনা সভা

কামরুজ্জামান সুইট, ঝালকাঠি::-

"আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" প্রতিপাদ্যকে সামনে রেখে  ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে  র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন শিবলী (রাজস্ব)। অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ (উন্নয়ন ও আইসিটি) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো আনোয়ার সাইদ (অর্থ),ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরিফ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেট মিলন চাকমা (এনডিসি), নির্বাহী ম্যাজিট্রেট মো মহিব উদ্দিন। নির্বাহী ম্যাজিট্রেট মং এছেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝালকাঠি বিআরটিএ ইন্সপেক্টর অনিমেষ মন্ডল,  বাস মালিক সমিতির পক্ষে মাহবুবুর হক দুলাল, শ্রমিক ইউনিয়নের নেতা হাবিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে সকল পরিবহনের মালিক, চালক,

হেলপার এবং জনসাধারনকে সড়ক আইন ও সাইন মেনে চলার অনুরোধ করেন।