বরিশাল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন আওয়ামী লীগের সাবেক এমপি মনি

বরিশাল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন আওয়ামী লীগের সাবেক এমপি মনি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে 

স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিন বারের সাবেক সংসদ সদস্য ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি। ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকালে তিনি বরিশাল জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোঃ শহিদুল ইসলামের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

 প্রসঙ্গত, বরিশাল-২ আসনে আওয়ামী লীগের  সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মনিরুল ইসলাম মনি ১৯৮৬ ও ৮৮ সালে বরিশাল সংযুক্ত পিরোজপুর  বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে জাতীয়পার্টির লাঙ্গল প্রতিকে দুইবার ও ২০০৮ সালে সংশোধিত বরিশাল- (বানারীপাাড়া-উজিরপুর) আসনে নৌকা প্রতিকে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিন বার সংসদ সদস্য থাকাকালীণ তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করে সর্বমহলে একজন উন্নয়নকামী কর্মবীর এমপি হিসেবে প্রশংসিত হয়েছেন।