গৌরনদীতে প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার বিতরন

গৌরনদীতে প্রতিবন্ধিদের মাঝে  হুইলচেয়ার বিতরন

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর শাহী পার্কে প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও চিকিৎসার জন্য নগদ সহায়তা প্রদান করা হয়।

সেচ্ছাসেবী সংগঠন টার্গেট পিপলস্ ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)র আয়োজনে এবং ফেইজবুক পেইজ মিম এন্ড তানিম ইন মিউনিক এর আর্থিক সহযোগীতায় পাচঁ জন প্রতিবন্ধি ব্যক্তিকে হুইল চেয়ার ও চিকিৎসার জন্য প্রত্যেককে নগদ দুই হাজার টাকা বিতরন করা হয়।

এসময় উপস্তিত ছিলেন ফেইজবুক পেইজ মিম এন্ড তানিম ইন মিউনিক এর সহপ্রতিষ্ঠাতা তানিম আহম্মেদ ও মিম ইসলাম মিথিলা, টিপিডিওচ্র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু, সহ-সভাপতি সালাউদ্দিন কাদের, কোষাধ্যক্ষ সুজন শরীফ, বাটাজোর ইউপির সংরক্ষিত মহিলা আসনের মেম্বার সীপা রানী দেব প্রমুখ।