ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত

কামরুজ্জামান সুইট, ঝলকাঠিঃ-  "স্মার্ট যুব,  সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ দিবসটি  উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, সনদ পত্র ও যুব ঋনের চেক বিতরন করা   হয়েছে।

আজ সকাল ৯ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে, জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালীযুক্ত ছিলেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি।

অতিরিক্ত  জেলা প্রশাসক মো: রুহুল আমিন (সার্বিক) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের   উপপরিচালক কে এম নুরুদ্দিন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী,  দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো মিজানুর রহমান ।

এ ছাড়াও  বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং যুবরা  উপস্থিত ছিলেন। সভা শেষে যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও ৮ জন যুবকে ৫ লাখ ২০ হাজার টাকা ঋনের চেক বিতরন করা হয়।