পিরোজপুর জেলার ৬টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা
পিরোজপুর প্রতিনিধি
বাংলাদেশের একটি পরিবারও গৃহহীন ও ভুমিহীন থাকবে না, মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর দেয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পিরোজপুরে চতুর্থ ধাপে ১ হাজার ১৬০টি ঘর বিতরনের মধ্য দিয়ে পিরোজপুর জেলার ৬টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী, নেসারাবাদ, নাজিরপুর ও ইন্দুরকানীকে ভুমিহীন মুক্ত ঘোষনা করেন। প্রধানমন্ত্রীর দেয়া এ উপহারের ঘর পেয়ে খুশি দরিদ্র ও ছিন্নমূল এসব মানুষ।
এর আগে তিন ধাপে নির্মান করা হয়েছে ৪ হাজার ৩৭৬ টি ঘর। জেলায় এ পর্যন্ত ৪টি ধাপে মোট ৫ হাজার ৫৩৬ জনকে দুই শতাংশ জমি ও ঘর প্রদান করা হয়েছে।