আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত

আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে সকল শহীদরে স্মরণে নীরবতা পালন করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে র‌্যালী বের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।