ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ

ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ

ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব (কেবিডিসি)"র পক্ষ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনায় রাত ১২ টা ১ মিনিটে মুলাদী সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের মুলাদী উপজেলা শাখার সভাপতি সাকিব আহমেদ, সহ সভাপতি আবু সাইদ হাওলাদার, সাধারণ সম্পাদক রাব্বি খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম চৌকিদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার, প্রচার সম্পাদক রাবিব সরদার ও মুলাদী সরকারি কলেজ যুব ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা  সিরাজুল ইসলামসহ আরো অনেকেই। 

ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের এডমিন আন্তা নাদারা জানান, ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা সব সময় চেষ্টা করি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক দিবস গুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার। 

মানুষ মানুষের জন্য। তাই সর্বদা একে অপরের পাশে দাঁড়িয়ে যে কোনো সমস্যার সমাধান  এবং অন্যের যে কোনো সমস্যায় এগিয়ে আসতে তরুণ সমাজের প্রতি অনুরোধ জানান তিনি। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব সব সময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবে। এবং দেশের সেবায় কাজ করে যাবেন।