পাহাড়তলী বাজারের আড়তদারকে লাখ টাকা জরিমানা

পাহাড়তলী বাজারের আড়তদারকে লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জ থেকে ২৭ টাকা ধরে আনা আলু চট্টগ্রামের ব্যস্ত পাহাড়তলী পাইকারি বাজারে বিক্রি হচ্ছিল ৩৯ টাকা কেজিতে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাহাড়তলী বাজারের মেসার্স লাকী স্টোর নামের আড়তে অভিযানে এর সত্যতা পান। এসময় লাকী স্টোরকে এক লাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। অভিযানে ভোক্তা অধিকার সংররক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার অংশ নেন।

তিনি বলেন, বুধবার পাহাড়তলী বাজারের আলুর আড়তে আমরা অভিযান চালাই। এসময় লাকী স্টোরে ৩৯ টাকা করে আলু বিক্রি করা হচ্ছিল। প্রতিষ্ঠানটি থেকে তথ্য নিয়ে মুন্সিগঞ্জের আলু সরবরাহকারীকে ফোন করে আমরা জানতে পারি এসব আলু ২৯ টাকা কেজি করে কেনা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলার সহকারী পরিচালক আব্দুস সালাম আমাদের জানিয়েছেন, মুন্সিগঞ্জের হিমাগার থেকে সরকারের বেঁধে দেওয়া ২৭ টাকা কেজি দরে আলু কিনে চট্টগ্রামের বাজারগুলোতে পাঠানো হয়। গত ১৭ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ থেকে ২৭ টাকা কেজি দরে ২৫০ বস্তা আলু পাহাড়তলী বাজারের মেসার্স লাকী স্টোর নামের আড়তে আনা হয়। কিন্তু আড়তটিতে পাইকারিভাবে ৩৯ টাকা দরে আলু বিক্রি হচ্ছিল।

কিন্তু আলুর সরবরাহকারী এসব আলু ৩৯ টাকা কেজিতে কোন নির্দেশনা লাকী স্টোরের মালিক হাবিবুর রহমানকে দেননি। বরঞ্চ সরকারি দরে এসব আলু পাইকারি বিক্রি করতে বলা হয়। কিন্তু সরবরাহকারী নির্দেশনা না মেনে বেশি দামে ৩৯ টাকা কেজিতে আলু বিক্রি করছিল।

এসময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় আড়তটিতে থাকা ১৫-১৬ বস্তা আলু পাইকারি ৩২ টাকা দরে বিক্রয় করা হয়েছে বলে জানান তিনি।