তরুন সংবাদকর্মী খুজছে বরিশাল মেট্রো; আবেদন করতে পারবেন নতুনরাও

জনপ্রিয় সংবাদ মাধ্যম বরিশাল মেট্রো "তে (www.barishalmetro.com) বহির্বিশ্বসহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে।
আবেদনের যোগ্যতা :-
- শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
অতিরিক্ত যোগ্যতা:-
- স্মার্ট ফোন থাকতে হবে।
- নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক)
- নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে। (কপি করলে তা উল্লেখ করতে হবে)
আবেদন করতে আপনাকে যা করতে হবে :-
- ছবিসহ জীবন বৃত্তান্ত (cv) পাঠাতে হবে আমাদের ই-মেইলে ঠিকানায়।
- সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ এর কপি সংযুক্ত করে পাঠাতে হবে।
- শিক্ষাগত সনদ এর কপি সংযুক্ত করে পাঠাতে হবে।
মনে রাখবেন :-
- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে।
- ইমেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ subject– এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
আমাদের নিয়োগ পদ্ধতি :-
- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে।
- আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে।
- আপনাকে আমাদের অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে।
- তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে।
- এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে।
নিউজ পাঠানোর মাধ্যম:-
- আমাদের মেইল আইডি।
- নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে।
- নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :-
- Email : barishalmetro1@gmail.com
- মোবাইল:- +8801327-022282 (অফিস) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
- নির্বাহী সম্পাদক:- (আরিফিন রিয়াদ) +8801888-326555
বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমর্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত।