থাইল্যান্ডে রাজনৈতিক পালাবদল, স্রেত্থা থাভিসিন নতুন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে রাজনৈতিক পালাবদল, স্রেত্থা থাভিসিন নতুন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন জান্তা শাসনের পর থাইল্যান্ডের ৩০তম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন স্রেত্থা থাভিসিন। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) পার্লামেন্টের উভয়কক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায় করেন এই রিয়েল অ্যাস্টেট মুঘল। খবর রয়টার্সের।

৭২৭ এমপির মধ্যে ৪৮২ জনই তার পক্ষে ভোট দেন। তিনি থাকসিনের পিউ থাই পার্টির সদস্য। অবশ্য, গত বছর নির্বাচনী প্রচারণার আগ-মুহূর্তে তিনি দলটিতে যোগ দেন। এমনকি, ৬০ বছর বয়সী এই বিজনেস টাইকুন পার্লামেন্টের কোনো আসনের সদস্যও নন। সংবিধান অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে তাকে উপ-নির্বাচনে জয় পেতে হবে। একইসাথে গঠন করতে হবে জোট সরকার।

স্রেত্থা থাভিসিন ১১টি দল নিয়ে গঠিত জোটের নেতৃত্ব দেবেন। যাতে রয়েছে সেনাবাহিনীর বড় একটি অংশ। সরকার গঠনে সমর্থন দেয়ার পেছনে তাদের শর্ত ছিল, মুভ ফরোয়ার্ড পার্টি জোটে থাকতে পারবে না।

গত মে মাসে থাইল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পাইনি কোনো দলই। তবে, সর্বোচ্চ ভোট ও আসন পেয়েছিল মুভ ফরোয়ার্ড পার্টি।