নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা পশ্চিম আফ্রিকার নেতাদের

নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা পশ্চিম আফ্রিকার নেতাদের

নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে পশ্চিম আফ্রিকার নেতারা। নাইজেরিয়ায় তিনদিনের বৈঠক শেষে শুক্রবার (৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়। কীভাবে এবং কবে নাগাদ সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা করেছেন পশ্চিম আফ্রিকার নেতারা। খবর আল জাজিরার।

গত মাসে সামরিক অভ্যুত্থানের পর দেশটির অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় এ সিদ্ধান্ত নিয়েছেন দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের নেতারা। এরই মধ্যে নাইজারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জোটটি। একই সাথে আগামী রোববারের মধ্যে মোহাম্মদ বাজোমকে ক্ষমতায় পুনর্বহাল না করলে শক্তিপ্রয়োগের হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

এদিকে, সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার জেরে আফ্রিকার দেশটিতে বেশ কিছু সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত সরকার লাভবান হবে এমন প্যাকেজ স্থগিত করবে তারা। তবে অব্যহত থাকবে খাদ্য ও মানবিক সহায়তা।