শিখ নেতা হত্যাকাণ্ড ঘিরে ভারত-কানাডার টানাপোড়েন
শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ঘিরে ভারত ও কানাডার মধ্যে নজিরবিহীন কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। এই হত্যার জন্য সরাসরি নয়াদিল্লিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বিবিসির।
সোমবার (১৮ সেপ্টেম্বর) পার্লামেন্টে দেয়া ভাষণে ট্রুডো বলেন, ভারত সরকারের মদদে কানাডার ভূখণ্ডে এই গুপ্তহত্যা। এ বিষয়ে তদন্তে সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণও মিলেছে।
তিনি আরও বলেন, এটি কানাডার সার্বভৌমত্বের লঙ্ঘন। মোদির সাথে মুখোমুখি বৈঠকেও বিষয়টি উত্থাপন করা হয়েছিলো। অবশ্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ভারত।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এটি ভিত্তিহীন অপবাদ। গেলো রোববার (১৮ জুন) কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি গুরুদুয়ারার বাইরে হত্যা করা হয় হারদিপ সিং নিজ্জারকে। ঐ নেতাকে গুলি ছোড়ে গাড়িতে বসে থাকা দুই মুখোশধারী। প্রসঙ্গত তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। নিজ্জারের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা ছিল।