নলছিটিতে অপ্রাপ্তবয়স্ক দশম শ্রেণীর শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

নলছিটিতে অপ্রাপ্তবয়স্ক দশম শ্রেণীর শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ 

ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.নজরুল ইসলামের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। 

শুক্রবার বিকাল ৪টার দিকে পৌরসভার বৈচন্ডী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান , ওই এলাকার এক কৃষক তাঁর অপ্রাপ্ত বয়স্ক দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ের আয়োজন করেছিলেন। খবর (ইউএনও) মো. নজরুল ইসলাম ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। তাঁরা বয়স গোপন করে জাল জন্মনিবন্ধন দেখিয়ে বিয়ের সব প্রস্তুতি নেয়। পরে বর ও কনের পিতাকে বাল্য বিবাহে সহযোগিতা ও সম্পাদনা করার জন্য বাল্য বিবাহ নিরোধ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও  মো. নজরুল ইসলাম বলেন , অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজনের উদ্যোগ নেওয়ায় বর ও কনের বাবাকে বাল্য বিয়ে নিরোধ আইনে এ জরিমানা করা হয়েছে।