বানারীপাড়ায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

বানারীপাড়ায় ব্যবসায়ীকে  মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায়  অভিযোগ

আব্দুল আউয়াল, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হালিম বাদী হয়ে আলতা গ্রামের মৃত্যু আলম বেপারীর ছেলে  তাইজুল ইসলামকে বিবাদী করে এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায় ৯ নং ওয়ার্ড নরেরকাঠি গ্রামের মেম্বর বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী হাওলাদারের ছেলে জুতার ব্যবসায়ী পলাশ হাওলাদারকে মারধর করে তার কাছ থেকে ১ লাখ ৪২ হাজার  টাকা ছিনতাই করে নিয়ে যায়। লিখিত অভিযোগে জানা যায় শুক্রবার বিকাল ৪/৩০ ঘটিকায় ফাইজুল হক ব্রীজ সংলঘ্ন পাকা রাস্তায় তাইজুল ও অজ্ঞাত ৪/৫ জন পলাশের পথরোধ করে এবং চাদা দাবী করে। চাদা দিতে অস্বীকৃতি জানালে তাইজুল ও সাথে থাকা ঐ ৪/৫ জন লোক পলাশকে  এলোপাথারী মারধর করে এবং সাথে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়। আরো জানা যায় পলাশ বানারীপাড়া বাজারের রহমানিয়া এন্টারপ্রাইজ এর একজন প্রতিষ্ঠিত জুতার পাইকারী ব্যবসায়ী। সে বানারীপাড়া, স্বরুপকাঠি, কাউখালী উজিরপুর, কুড়িয়ানা, নরেরকাঠী, হারতা বাজারে জুতা পাইকারী হোল সেল করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার স্বরুপকাঠী, কুড়িয়ানা বাজারে মালের টাকা নিয়ে নরেরকাঠী নিজ বাড়িতে আসতেছিল। সংবাদ পেয়ে পূর্ব পরিকল্পতিভাবে পলাশের গতিরোধ করে তার সর্বস্ব ছিনতাই করে নিয়ে যায়। পলাশের অবস্থা গুরুতর হওয়ায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেরেবাংলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়।

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায় বিবাদী বিগত দিনে ও এ ধরনের একাধিক কর্মকান্ড সংঘটিত করেছে। এ বিষয় বানারীপাড়া থানার ওসি তদন্ত  মুমিনুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ক্যবস্থা গ্রহন করা হবে।