বরিশালে পিকআপের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালের বাকেরগঞ্জে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে কবির চৌকিদার নামের ষাটোর্ধ্ব এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সম্মুখে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কে সোমবার বিকেলের এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও একজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পটুয়াখালী থেকে ভাড়ায় মোটরসাইকেলযোগে বরিশালে আসছিলেন কবির চৌকিদার এবং তার চাচাতো ভাই হাসান চৌকিদার। তাদের পাশাপাশি একটি পিকআপও বরিশালের উদ্দেশে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে পটুয়াখালীর উদ্দেশে আসা একটি কাভার্ডভ্যানের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন পিকআপটি ঘুরে গিয়ে রাস্তা আটকে রাখতে জোরালো গতিতে ছুটে আসা মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আরোহী কবির চৌকিদার ঘটনাস্থল নিহত হন এবং মোটরসাইকেলের চালকসহ তার চাচাতো ভাই হাসান চৌকিদার গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
নিহত কবির চৌকিদার রাঙাবালী আমলিবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাভার্ডভ্যানটি পালিয়ে যায় এবং পিকআপের চালক বা হেলপারকেও পাওয়া যায়নি। পরে তারা আহত মোটরসাইকেল চালকসহ একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি এসএম মাকসুদুর রহমান জানান, নিহত মোটরসাইকেল আরোহী কবির চৌকিদারের লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ প্রস্তুতি নিয়েছেন। এই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে, জানান ওসি।’