দ্বিতীয় স্ত্রীও ছেড়ে গেছে, ফেসবুকে ‘সরি’ লিখে যুবকের আত্মহত্যা

দ্বিতীয় স্ত্রীও ছেড়ে গেছে, ফেসবুকে ‘সরি’ লিখে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের সালথা উপজেলায় ফেসবুকে ‘সরি’ লিখে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উপজেলার ভাওয়াল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ভাওয়াল মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী মো. হুমাউন কবিরের একমাত্র ছেলে অন্তর হুসাইন জারিফ (২৫)।

স্থানীয়রা জানান, অন্তর মঙ্গলবার গভীর রাতে তার ফেসবুকে ‘সরি’ লিখে পোস্ট করেন। পরে পরিবারের অজান্তে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেন তিনি।

নিহতের চাচাতো ভাই আবুল হাসান জানান, অন্তর দুই বিয়ে করেছেন। এর আগে প্রথম স্ত্রীকে পারিবারিক কলহের জেরে ডিভোর্স দেন। পরে ফরিদপুর শহরে গোপনে আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীও দুই মাস আগে ডিভোর্স দিয়ে চলে গেছে। এরপর থেকে অন্তর হতাশায় ভুগছিল।

তিনি আরও জানান, ফেসবুকে গত ৩০ ডিসেম্বর রাত ১টার দিকে অন্তর আত্মহত্যার পক্ষে নিজের স্ট্যাটাস দেন। সেখানে দাবি করেন, ‘আত্মহত্যা খারাপ হতে পারে, আত্মহত্যা করা মানুষগুলো খারাপ না’। তখন আমরা ওকে অনেক বুঝিয়ে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যাওয়ার পর থেকে হতাশাগ্রস্ত ছিলেন অন্তর। এ কারণে অন্তর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।