স্কুলছাত্র হত্যায় পাঁচ শিশু-কিশোর গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে স্কুলছাত্র হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচ শিশু-কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মামলা করেন খুন হওয়া শিশুর বাবা উপজেলার কড়িবাড়ি দক্ষিণপাড়ার মনজুরুল আকন্দ।
শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
নিহত স্কুলছাত্রের নাম আবু হুরায়রা। সে পঞ্চম শ্রেণিতে পড়ত।
গ্রেপ্তার হওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন সপ্তম শ্রেণিতে, একজন হাফেজিয়া মাদরাসায় এবং একজন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে পরিদর্শক আশিক ইকবাল জানান, ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল ওই শিশুরা। কিন্তু তারা টাকা জোগাড় করতে পারছিল না। পরে তারা প্রতিবেশী আবু হুরায়রাকে অপহরণ করে টাকা দাবি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে রোববার স্কুল ছুটির পর তারা হুরায়রাকে পাশের এক জঙ্গলে নিয়ে যায়। সেখানে তারা জোর করে হুরায়রার কাছে থাকা বাইসাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সবাই মিলে হুরায়রাকে শ্বাসরোধে হত্যা করে সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় ডাকুমারা হাটে ওই সাইকেল ২ হাজার ৭০০ টাকায় বিক্রি করে দেয়।
রাতে হুরায়রা বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয় এবং খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ডাকুমারা হাটে হুরায়রার বাইসাইকেল দেখতে পেয়ে দোকানির বরাতে জানা যায়, এক কিশোর বিকেলের দিকে বাইসাইকেল বিক্রি করে গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ শিশু-কিশোরকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, হুরায়রার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা হয়েছে। ঘটনার আরও তদন্ত করা হচ্ছে।