জাতীয় সংগীত পারলেন না শিক্ষক; স্থগিত বেতন (ভিডিওসহ)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা ১৬০০ এর বেশি। গেল ২৮ মার্চ নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মোগড়া উচ্চ বিদ্যালয় আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি।
পরে চর্চা শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন এর সাথে কথা বলে, জাতীয় সংগীত কবিতা আকারে বলতে বলেন জেলা প্রশাসক। তবে এতেই ঘটে বিপত্তি। প্রতিদিন শিক্ষার্থীদের জাতীয় সংগীত চর্চা করালেও। জেলা প্রশাসকের সামনে করে বসেন ভুল। জাতীয় সংগীতের শেষের দিকে ভুল করেন তিনি। এতে ওই শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক।
এমন ভুলের কারণে অনুতপ্ত শিক্ষক সোহরাব হোসেন। চলমান রোজা ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে, বেতন স্থগিতের বিষয়টি মানবিক বিবেচনায় আনতে অনুরোধ করেছেন তিনি।
সহকর্মীরা জানালেন গেল ১০ বছর ধরে শিক্ষার্থীদের নিয়মিত জাতীয় সংগীত চর্চা করাচ্ছেন সোহরাব হোসেন। সেদিন হঠাৎ জেলা প্রশাসকের সামনে ভুল হয়ে যায় তার। তবে এ কারণে এই শাস্তি মেনে নেওয়াটা কঠিন।
তবে বিষয়টিকে নিয়মিত কার্যক্রমের অংশ উল্লেখ করে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম।
২০১৩ সালে আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন সোহরাব হোসেন।