দেহব্যবসার অভিযোগে বাড়িতে হামলা, অতঃপর...

ঢাকার ধামরাইয়ে দেহব্যবসার অভিযোগে একটি বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে আটক ও মারধর করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বালিয়া জালসা এলাকার আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আব্দুস সাত্তার তার নিজ বাড়িতে গোপনে রুম ভাড়া দিয়ে দেহব্যবসা করতেন। তিনি তার মেয়েসহ স্থানীয় এক গৃহবধূকে দিয়ে দেহ ব্যবসা করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে ওই বাড়িতে হামলা চালান এলাকাবাসী।
আব্দুস সাত্তার বলেন, আমার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে এমনিতেই লোকজন বেড়াতে আসেন। এ নিয়ে গ্রামবাসী আমাকে অহেতুক সন্দেহের চোখে দেখেন। মূলত আমি কোনো দেহব্যবসা করি না। আমার মেয়ের সঙ্গে শাকিলের প্রেমের সম্পর্ক রয়েছে। গ্রামবাসী তাদের আটক করে মারধর করেছেন।
গাংগুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান মিজান গণমাধ্যমকে জানান, আমি শুনেছি বিষয়টি প্রেমঘটিত। তাদের বিয়ের ব্যবস্থা করা হচ্ছে।