ব্রিকস সদস্যদের মধ্যে বাণিজ্যে অভিন্ন মুদ্রা ব্যবহারের প্রস্তাব

ব্রিকস সদস্যদের মধ্যে বাণিজ্যে অভিন্ন মুদ্রা ব্যবহারের প্রস্তাব

অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্য বাণিজ্যের জন্য অভিন্ন মুদ্রা ব্যবহারের প্রস্তাব দিলো ব্রাজিল। জোটটির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই এ প্রস্তাব দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। খবর রয়টার্সের।

গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এই সম্মেলন শুরু হয়েছে। তিন দিনের এই সম্মেলন ২৪ আগস্ট শেষ হবে।

সম্মেলনের প্রথম দিনে বিশ্ব নেতাদের স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তাতে জোটভূক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা ছাড়াও উপস্থিত ছিলেন কূটনীতিক ও বাণিজ্যিক প্রতিনিধিরা।

স্বাগত বক্তব্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা জানান, বাণিজ্যের ক্ষেত্রে নিজেদের মধ্যে অভিন্ন মুদ্রা ব্যবহার করা, পশ্চিমা আধিপত্য থেকে বেরুনোর অন্যতম উপায়।

তিনি অভিযোগ করেন, পরিবেশ রক্ষার অজুহাতে নব্য উপনিবেশবাদ সৃষ্টি করছে পশ্চিমারা। একইসাথে আফ্রিকা অঞ্চলের সাথে বাণিজ্য বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, সদস্যদের মধ্যে একমাত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত হননি সম্মেলনে। ভার্চুয়ালি যোগ দেন তিনি।

ভ্লাদিমির পুতিন তার বক্তব্যে বলেন, সমতা, অংশীদারিত্ব ও পরস্পরের প্রতি সম্মানের বিষয়গুলো মাথায় রেখে সহযোগিতা করে এই জোট। আর এটাই আমাদের ভবিষ্যৎ কর্মকৌশলের সারমর্ম। ব্রিকস বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মূল আকাঙ্খাগুলো পূরণ করে। আমরা বিপুল জনগোষ্ঠীর প্রতিনিধি।

রুশ প্রেসিডেন্ট জানান, সদস্য দেশগুলোর মধ্যে গত এক দশকে অর্থনৈতিক বিনিয়োগ বেড়েছে ৬ গুণ। যা বৈশ্বিক অর্থনীতিতে দ্বিগুণ ভূমিকা রেখেছে। আর সম্মিলিত রফতানি বেড়েছে ২০ শতাংশ।