ঢাকায় সাংবাদিক হত্যার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন

ঢাকায় সাংবাদিক হত্যার প্রতিবাদে   গৌরনদীতে মানববন্ধন

সৈয়দ নকিবুল হক :

দেশব্যপি সকাল সন্ধা হরতাল চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে হরতাল সমর্থনকারি দুস্কৃতিকারীদের হাতে নিসংশ খুনহন ঢাকা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো.রফিকুল ইসলাম ভুইয়া।

এর প্রতিবাদে বরিশালের গৌরনদীতে সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছেন গৌরনদী উপজেলার সকল সংগঠনের সাংবাদিকবুন্দ। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আহসান উল্লাহ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতার সভাপতি সৈয়দ নকিবুল হক, বর্তমান সভাপতি কাজী আল-আমীন, সাবেক সভাপতি বিএম বেলাল, সহসভাপতি লোকমান হোসেন রাজু।

প্রেসক্লাবের সহ-সভাপতি নারগিস সুলতানা, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মু.শাহীন হোসা¦ইন. সাধারন সম্পাদক মো.লিটন খান, এশিয়ান টিভি গৌরনদীর প্রতিনিধি জিএম জসিম. বি নিউজ সম্পাদক মোল্লা ফারুক হাসান, অনলাইন প্রটাল দৈনিক সবুজ বাংলা’র প্রকাশক মো. নোমান হোসেন, প্রেসক্লাবের সদস্য জান্নাতআরা রাখি-সহ উপজেলার সকল সংগঠনের সাংবাদিকবৃন্দ মানববন্ধন উপস্থিত ছিলেন।

উলেখ্য, গত রবিবার ২৯অক্টবর বিএনপির ডাকা দেশব্যপি সকাল সন্ধা হরতাল চলাকালিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে হরতাল সমর্থনকারি দুস্কৃতিকারীদের হাতে নিসংশ খুন হন সাংবাদিক মো.রফিকুল ইসলাম ভুইয়া । বক্তারা বাংবাদিক মো.রফিকুল ইসলাম ভুইয়াকে নিসংশ এই হত্যার প্রকৃত দোষিদের খুজে বের করে দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানান।