গৌরনদীতে ইদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে নারীর মৃত্যু

গৌরনদীতে ইদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে নারীর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠী গ্রামে ইদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাশিদা বেগম (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক সোহরাপ মীরের স্ত্রী। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, আহম্মেদকাঠী গ্রামের কৃষক সোহরাপ মীর বাড়ির পাশে বোরো ধান ক্ষেতে মঙ্গলবার রাতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতে। বুধবার সকাল ৬টার দিকে সোহরাপের স্ত্রী রাশিদা বেগম ধান ক্ষেতের পাশে লাউ বাগানে লাউ আনতে যায়। এ সময় অসাবধানতা বসত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তরত চিকিৎসক রাশিদাকে মৃত্যু ঘোষনা করেন। 

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।