আবারও ক্রাইমিয়া সেতুতে হামলা, পাল্টা জবাবের প্রস্ততি নিচ্ছে মস্কো

আবারও ক্রাইমিয়া সেতুতে হামলা, পাল্টা জবাবের প্রস্ততি নিচ্ছে মস্কো

ক্রাইমিয়া সেতুতে হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দেন, এ হামলার উপযুক্ত জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে তার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দ্য টেলিগ্রাফের।

সোমবার (১৭ জুলাই) রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সাথে জরুরি এক বৈঠকে বসেন পুতিন। বৈঠকে ক্রাইমিয়া ব্রিজে হামলার ঘটনাকে সুস্পষ্ট বর্বরতা বলে উল্লেখ করে সেতুর নিরাপত্তা নিশ্চিতে যথাযথ একটি প্রস্তাবের আহ্বান জানান কর্মকর্তাদের প্রতি।

পুতিন বলেন, ইউক্রেনে রুশ সেনাদের অস্ত্র-সরঞ্জাম ও জরুরি পণ্য সরবরাহে বেশ কয়েকমাস ধরেই আর ব্যবহৃত হচ্ছে না সেতুটি।

এর আগে, সোমবার ভোরে হওয়া এক মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়া-ক্রাইমিয়া সংযোগকারী কের্চ সেতুর বিভিন্ন অংশ। মস্কোর অভিযোগ থাকলেও এ হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। অন্যদিকে, এ ঘটনার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকেও দায়ী করেছে ক্রেমলিন।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে বড় ধরনের বিস্ফোরণের পর আংশিকভাবে বন্ধ হয়ে যায় ব্রিজটি। সংস্কারের পর এ বছরের ফেব্রুয়ারিতে আবারও চালু হয় ব্রিজটি।