জিয়ার বিচার ও তারেককে ফেরানোর দাবিতে যুবলীগের স্মারকলিপি
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চেয়ে স্মারকলিপি দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
ওই স্মারকলিপিতে ২১ অগাস্টের বোমা হামলা ও দুর্নীতিতে দণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। তারেকের স্ত্রী জুবাইদা রহমানকেও দেশে ফেরানোর দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে এ স্মারকলিপি তুলে দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
স্মারকলিপি হাতে পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুবলীগের দাবিগুলো যৌক্তিক। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবার আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করে যুবলীগ।
সেখানে খুনিদের প্রশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি শেখ পরশ বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, তারা দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকেই হত্যা করতে চেয়েছিল।
বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধ করা না হলে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে যুবলীগের দাবি বাস্তবায়ন করা হবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
তিনি বলেন, তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মাফিয়া চক্রের সদস্য তারেক রহমান কারাগারের বাইরে থেকে দেশকে ধ্বংস করবে।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি জানিয়ে নিখিল বলেন, দেশের অগ্রগতিকে নষ্ট করতে চায় বিএনপি। দেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়ার পর একই দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়েও স্মারকলিপি দেবার কথা রয়েছে যুবলীগের।