বাবা-মা, ‘তোমরা ভালো থেকো’– চিরকুট লিখে মেয়ের আত্মহত্যা

বগুড়ার শেরপুরে উচ্চ মাধ্যমিক পড়ুয়া এক শিক্ষার্থী তার শোবার ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। এসময় তিনি একটি চিরকুট লিখে গেছেন। যাতে লেখা রয়েছে বাবা-মা তোমরা ভালো থেকো, আর কোনদিন বিরক্ত করব না'
বুধবার (৯ আগস্ট) রাতে শেরপুর উপজেলার গারিদহ ইউনিয়নের বৃন্দাবন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরীর নাম- আনিকা সরকার (১৮)। তিনি ওই এলাকার অতুল চন্দ্র সরকারের মেয়ে। আনিকা শেরপুরের শেরউড ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল এন্ড কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান শাখায় পড়ালেখা করতেন।
তার বাবা অতুল চন্দ্র জানান, রাতে পড়ালেখা শেষ করে নিজের শোবার ঘরে ঘুমোতে যায়। সকাল সাড়ে আটটা পর্যন্ত কোন সাড়াশব্দ না পেয়ে আরেকটি দরজা দিয়ে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ ঝুলতে দেখেন তার মা। মায়ের চিৎকারে আশপাশের প্রতিবেশি ও স্বজনরা ছুটে এসে মরদেহ নামিয়ে রাখেন।
খবর পেয়ে পুলিশ এসে নিহতের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে। যাতে বাবা-মা তোমরা ভালো থেকো, আর কোনদিন বিরক্ত করব না'-লেখাসহ আরও কিছু বিষয়ে লিখে গেছেন আনিকা। তবে তদন্তের স্বার্থে সেই চিরকুটে আরও কী লেখা ছিলো তা পরে জানানো হবে বলে জানান শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো আনিকা সরকারের। হঠাৎ আত্মহত্যার এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে তার লিখে যাওয়া চিরকুটকে আমলে নিয়ে তদন্তকাজ শুরু করেছে পুলিশ।