গৌরনদীতে ছাত্রলীগ নেতা টিপু ও কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা

নানা কর্মসুচির মধ্যে দিয়ে বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকালে কালো ব্যাজ ধারন, ছাত্রলীগ দ্বয়ের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন। দুপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল আহসান টিপুর নিজ বাড়ি পশ্চিম বাউরগাতিতে স্মরন সভা ও মিলাদ-দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্বে স্মরন সভায় স্মৃতি চারন করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য বজলুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিছুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, খায়রুল আহসান টিপুর সহদোর ও বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলম মোল্লা, বোন নাজমূল নাহার পুতুলসহ অন্যান্যরা।
এ ছাড়া পারিবারিক ভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯১ সালের এই দিনে বোমা বিস্ফোরণে নিহত হয়।