কোহলিকে ছাড়িয়ে গেলেন লিটন

কোহলিকে ছাড়িয়ে গেলেন লিটন

ভারতের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন কুমার দাস। 

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে সুবিধা করতে না পারলেও আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে কোহলিকে ছাড়িয়ে গেছেন লিটন। দুই ধাপ এগিয়ে ১২তম অবস্থানে এসেছেন তিনি। লিটন পেছনে ফেলেছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলিকে।

বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। তাতে দেখা যায় ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ থেকে ১২ নম্বরে উঠে এসেছেন লিটন। ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছেন কোহলি।

চলতি বছর মার্চে ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠেছিলেন লিটন, মে মাসে একই অবস্থানে তার রেটিং পয়েন্ট ছিল ৭২৪।  র‍্যাঙ্কিংয়ে লিটনই আছেন বাংলাদেশের ইতিহাস সেরা অবস্থানে। 

এর আগে ২০১৭ সালে তামিম ইকবাল ১৪ নম্বরে ছিলেন। চলতি বছরই তার রেকর্ড ভেঙে দেন লিটন। এবার সেই অবস্থান পুনরুদ্ধার করলেন তিনি।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান তারকা মার্নাস লাবুশেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৮৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে, ৮৭০ পয়েন্ট নিয়ে তিনে আছেন স্টিভ স্মিথ।