আজ মুখোমুখি হার না মানা দুই দল ভারত-নিউজিল্যান্ড
বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে রবিবার ভারত-নিউজিল্যান্ড লড়াই। রবিবার (২২ অক্টোবর) ধর্মশালায় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত অপরাজিত দু'দল। এই ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল। প্রতিপক্ষের জয়রথ থামাতে কঠিন পরীক্ষা রোহিত শর্মা ও কেন উইলিয়ামসনের দলের জন্য।
চারে চার। বিশ্বকাপে এ পর্যন্ত সবকটি ম্যাচেই জিতেছে নিউজিল্যান্ড ও ভারত। সমান ৮ পয়েন্ট দু'দলের। তবে রানরেটে টেবিলের শীর্ষে কিউইরা। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দাপুটে শুরু করা কেন উইলিয়ামসনের দল পরের তিন ম্যাচে জয় পায় তুলনামুলক সহজ তিন দল নেদারল্যান্ডস, বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। জিতলেই সেমিফাইনাল নিশ্চিতের সম্ভাবনা।
নিজেদের মাটিতে দুর্দান্ত ফর্মে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। পরাশক্তি অস্ট্রেলিয়া ও চীরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের সাথে আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়েছে ভারত। তবে টিম ইন্ডিয়ার স্পিরিটে ভর করেছে দু:সুংবাদ। বাংলাদেশ ম্যাচে চোট পান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া যাবেনা তাকে। সুযোগ পেতে পারেন রবিচন্দন আশ্বিন।
দ্বি-পাক্ষিক সিরিজে কিউইদের উপর আধিপত্য দেখালেও আইসিসি টুর্নামেন্টে বরাবরই ভারতের শক্ত বাধা নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের কাছেই স্বর্প্ন চুর্ণ হয়েছিলো কোহলিদের। প্রতিপক্ষকে সমিহ করেই গেমপ্ল্যান সাজিয়েছে ভারত।নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারের পথ সুগম করার প্রত্যাশা।
বিশ্বকাপ পরিসংখ্যানে ৯ ম্যাচের ৫টিতে জিতেছে নিউজিল্যান্ড ও তিনটিতে ভারত। একটি হয় পরিত্যক্ত।