আর্জেন্টাইন ডিফেন্ডারকে চোটে ফেলে কাঁদলেন মার্সেলো

আর্জেন্টাইন ডিফেন্ডারকে চোটে ফেলে কাঁদলেন মার্সেলো

সাউথ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তোদোরেসের ম্যাচে ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় মার্সেলো ভিয়েরার আঘাতে গুরুতর আহত হয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। পা ভেঙে উল্টো দিকে গিয়ে মুচড়ে যাওয়ায় মাঠে কান্নায় ভেঙে পড়েন মার্সেলো। যদিও লাল কার্ড দেখে ম্যাচ ছাড়েন অভিজ্ঞ এই লেফট-ব্যাক।

বুয়েন্স আয়ার্সে ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে গত মঙ্গলবার মুখোমুখি হয় ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্স। এ ম্যাচেই দর্শকরা দুঃখজনক এ ঘটনার সাক্ষী হন। ১-১ গোলে ড্র নিয়ে দুদলের খেলোয়াড়রা মাঠ ছাড়ে।

ম্যাচের ৫৬ মিনিটের মাথায় বল পায়ে কাটানোর চেষ্টা করছিলেন ৩৫ বর্ষী মার্সেলো। কিন্তু বল ট্যাকল দিতে গিয়ে বাঁ পা বাড়ান সানচেজ। ওই সময় মার্সেলোর পা প্রতিপক্ষ দলের ২৯ বর্ষী খেলোয়াড়ের ওপর গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে যান সবাই।

এ ঘটনায় মার্সেলো কান্নায় ভেঙে পড়েন। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘মাঠে আজ আমি খুব কঠিন একটি সময় পার করেছি। কোনো উদ্দেশ্য ছাড়াই আমি একজন ফুটবলারকে মর্মান্তিকভাবে আহত করেছি। দ্রুত তার সুস্থতা কামনা করছি। জগতের সবটুকু শক্তি তার সহায় হোক।’

তবে সানচেজের এমন ‘দুর্ভাগ্যজনক ঘটনার’ জন্য ব্রাজিলের উদ্বেগ দেখে আর্জেন্টিনোস জুনিয়র্স তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা প্রতিপক্ষ, তাদের শত্রু নয়।