উড়ন্ত সূচনার পর ওপেনারদের হারাল ইংল্যান্ড

উড়ন্ত সূচনার পর ওপেনারদের হারাল ইংল্যান্ড

বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ইংলিশরা। তবে এরপর দুই ওপেনারের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে কিউইরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭৯ রান তুলেছে ইংল্যান্ড। জো রুট ১৯ ও হ্যারি ব্রুকস ১১ রানে ব্যাট করছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে এবারের বিশ্বকাপের রানের খাতা খুলেন জনি বেয়ারস্টো।

শুরুর সেই আগ্রাসী মনোভাব ধরে রেখে ব্যাটিং করতে থাকেন বেয়ারস্টো। তবে আরেক ওপেনার ডেভিড মালান কিছুটা ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকেন। কিন্তু অষ্টম ওভারে এসে সাজঘরে ফেরেন মালান। দলীয় ৪০ রানের মাথায় ম্যাট হেনরির বলে উইকেটের পিছনে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ১৪ রানে।

এরপর জো রুটকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন বেয়ারস্টো। কিন্তু ক্রিজে থিতু হতে পারেননি তিনি। দলীয় ৬৪ রানের মাথায় মিচেল স্যান্টনারের বলে লং অফে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। বিদায়ের আগে ৩৫ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৩ রান করেন তিনি।