দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মার্করাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন এইডেন মার্করাম। পাশাপাশি জেপি ডুমিনিকে ব্যাটিং কোচ ও ররি ক্লেইনভেল্টকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডুমিনি স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেলেও ক্লেইনভেল্ট দায়িত্বে পেয়েছেন কেবল উইন্ডিজ সিরিজের জন্য।
২০১৪ সালে ডুমিনির নেতৃত্ব দক্ষিণ আফ্রিকা দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। সম্প্রতি তিনি এসএ টি-টোয়েন্টি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেইপকেও নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্ব ফ্র্যাঞ্চাইজিটি এসএ২০ এর প্রথম আসরের শিরোপাও জিতেছে। সে কারণেই নির্বাচকরা আস্থা রেখেছেন তার ওপর। সেঞ্চুরিয়নে ২৫ মার্চ প্রথম ও ২৬ মার্চ হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এরপর জোহানেসবার্গে ২৬ মার্চ হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল:
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরেজ শামসি, ট্রিস্টেন স্টুবস।